শনিবার, ১৭ অক্টোবর, ২০০৯

তোমাকেই চাই......

আকাশের সাদা মেঘের ফাকে ফাকে তোমার মুখ, একটা দুইটা নয়... অসংখ্য, অগনিত! সেই চিরচেনা নিষ্পাপ মুখটা উধাও !! যন্ত্রনা কাতর নীলছে মুখ, কেউ যেন তোমাকে মেঘের আড়ালে টেনে নিচ্ছে........ কি যেন একটা বলতে চাচ্ছ, অস্ফুট...........নীলছে মুখ!!!

আমার বুকের ভেতরটা কে যেন খামছে ধরেছে, মুখ দিয়ে কি জানি বিজাতীয় একটা শব্দ বের হলো, নিজের কানেই অবিশ্বাস্য ঠেকলো। প্রচন্ড একটা চেষ্টা জাগলো.......তোমার কাছে পৌছাতে হবে .....তোমাকে বাচাতে হবে, জগৎ সংসারে একমাত্র আমিই পারি তোমাকে বাচাতে, একমাত্র আমিই পারি।

কিন্তু কিভাবে? বুকের খামছিটা যে আমাকে বেহুশ করে দিচ্ছে, সবটুকু শক্তি নিংড়ে নিচ্ছে, কিন্তু তোমার যন্ত্রনাকাতর মুখটা আমাকে চেতনা হারাতে দিচ্ছেনা,

না , আর পারছিনা । শেষবারের মতো তোমার মুখটা দেখতে চাইলাম। একি ? চোখে ঝাপসা দেখছি ! হায় হায় , বুকের ব্যাথাটা তীব্র থেকে তীব্র তর হচ্ছে...... না আমি তোমাকে বাচাবোই, যেভাবেই হোক....... কিন্তু?

যে আমি সারা জীবনে ঈশ্বরে বিশ্বাস করিনি, সেই আমি ঈশ্বরের কাছে তোমাকে করুনা ভিক্ষা চাইলাম, না আজ ঈশ্বরে নতজানু হতে আমার কোন লজ্জা নেই, আমি শুধু তোমাকে চাই, সেই চিরচেনা নিষ্পাপ মুখটা।
কিন্তু ঈশ্বর ও আজ তার চির অবিশ্বাসীর উপর মুখ ফিরিয়ে নিয়েছেন, আমি আর পারছিনা, বুকের ভেতরে একটা জ্বলন্ত সীসার আগুন জ্বলে উঠলো শত সহস্র জোনাকী হয়ে.........আমি হেরে গেলাম, জন্ম জন্মান্তরের জন্য তোমাকে হারালাম...তারপর ...

আমি চোখ খুলতে চাইলাম, খুব দুর্বল লাগছে, খুব...
চারপাশে তাকালাম , মাথার উপর কি যেন একটা মনিটরে টিপটিপ আলো জ্বলছে, অসংখ্য সুইচ আর তারের জন্জালে বন্দি আমি .... আবার চেতনা হারালাম ।

শীতের ঘন কুয়াশার ভেতরে কে যেন আমাকে ডাকছে খুব নিবিড় ভাবে, হৃদয়ের সবটুকু উজার করে...চোখ মেললাম .......সেই চিরচেনা নিষ্পাপ মুখটা আমার বুকের উপর ঝুকে আছে, চোখে দুফোটা জল চিকচিক করছে ঠোট দুটো একটু ফাক হলো যেন, অস্ফুট স্বরে কি যেন বললো...
....আমার উপর অভিমান করে কেনো মরতে গেলে, পৃথিবীর কারো সাধ্য নেই আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেয়, আমি শুধু চাই তুমি ভালো উঠো, আমি শুধু তোমাকেই.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন